খুঁজে নেব তোমায় আমি মরনের পরেও --
মৃত  লাশের ভিরে!
যেখানে থাকবে না তোমাকে হারানোর  কোন ভয়--
কাছে এসেও কেনো পালিয়ে যা-ও--
এই নিষ্ঠুর পৃথিবীর কোন  আঁধারের নিড়ে।


কি এমন সন্ধেহের ঘুন পোকা --
তোমার হৃদয়ে নাড়া দিয়ে।
ক্ষতবিক্ষত করে আমায় তোমার বিরহে আগুনে পুরে--
এভাবে চলে যেতে পারলে অন্ধকারের নির্জনে চিরতরে!


জানি এ জনমেও পাবোনা তোমাকে নিজের করে।
তবুও তোমাকে খুঁজে নেব আমার ভাবনা জুড়ে!


শুনেছি তোমার মনের মধ্যে --
হাজার কষ্ট লুকিয়ে আছে।
তাইতো সাতসমুদ্র পারি দিয়ে--
ছুটে এসেছিলাম তোমার  কাছে!


এই কি ছিলো তোমাকে আমার ভালোবাসার অপরাধ!
যে কারনে তোমাকে  খুঁজে ফিরতে হয় দিবানিশি রাত।


তুমি বলে ছিলে তোমাকে পেতে হলে --
করতে হবে  ওমর  সাধনা!
তাইতো-তোমাকে খুঁজি ফিরি অপেক্ষার প্রহরে--
তবুও কেনো  তুমি আজও ফিরে আসো না!


কে এমন এসেছিলো  অতীত  হয়ে তোমার জীবনে --
যায় অপেক্ষায় আমাকে হারালে তিলে তিলে।
তার প্রতিশোধ আমার উপর দিলে চাপিয়ে!
তবুও মেনে নিয়ে ছুটে এসেছিলাম অতীতকে কাঁপিয়ে


রাগ, অভিমান, ছলনা, আশা,নিরাশা,ধন --
সম্পদ, আবেগ, অনুভূতি, অতীত, বর্তমান!
কোন কিছুই জানতে চাওয়ার -----
অধিকার আমি  কখনোই রাখিনি!


তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে আমার স-ইচ্ছায়।
যেখানে সুখে থাকবার কথা ছিলো আমার আর তোমার।
সংক্ষেপিত ;
২০,০৩,২০২২