কবি গুরু -
তোমার নামে করছি শুরু-
প্রকৃত থেকে শুরু করে তুমি এনে ছিলে কবিতায় রুপ।
তাই তো তুমি না লিখে থাকতে পারোনি চুপ।
তোমার কলমে ছিলো যাদু।
ধনি গরীব তোমার কাছে ছিলো আপনের মত মধু।


এই জগৎ সংসারে ফিরে এসে ছিলে তুমি!
সিরাজগঞ্জ শাজাদপুরে !
তোমার ছোট নদী কবিতায় এখনো প্রান আছে স মধুরে।


যত আবেগ অনুভূতি চাওয়া পাওয়া।
তোমার তরে দিলাম উৎসর্গ করে।
তুমি এসেছিলে বলে আমরা এখন কবিতায় ছন্দ পাই।
আমার কবিত্বতা তোমাকে অসিম রুপে রেখেছে ঘিরে।
তুমি আমার কবিতার প্রান, তুমি আমার কবিতা রুপ।
তোমাকে জানায় কবি গুরু লক্ষ কোটি প্রণাম স্বরুপ।


তুমি কবি গুরু
তোমাকে জানায় লক্ষ কোটি প্রণাম।
তুমি ছাড়া আমার কবিতায় পাইনা খুঁজে প্রান।