আমি খুব বেশি তে কষ্ট পাইনা-
--অল্প তে কষ্ট পাই!
                  আমি খুব বেশি তে হাসি পাইনা।
--অল্প তে হাসি পাই!
               আমি খুব বেশি তে কান্না করি না।
--অল্প তে কান্না করি!
                    আমি খুব বেশি তে রাগী না।
--অল্প তে রেগে যায়!
             আমি খুব বেশি তে অভিমান করিনা!
--অল্প তে অভিমান করি।
                  আমি খুব কাহুকে বেশি তে ভালোবাসি না!
--অল্প তে ভালোবাসি।
                     আমি খুব বেশি তে কথা বলি না!
--অল্প তে কথা বলি।
                      আমি খুব বেশি তে বিরক্ত হই না!
-অল্প তে বিরক্ত হই!  
                  আমি খুব বেশি তে কষ্ট পেলে পাথর হই না।
-অল্প কষ্ট তে পাথর হয়ে যায়।
                        আমি খুব বেশি তে পিছু হাঁটিনা।
অল্প তে পিছু হাঁটি!
                        আমি খুব বেশি তে মিশি না!
অল্প তে মিশে যায়।


সংক্ষেপিত ,
কষ্টের ইতিহাস -- কবিতার কিছু অংশ!