বৃষ্টি হয়ে ছুঁয়ে দেবো তোমায় আমি নিরবে-
আমার যা হবার হবে শিহরণে!
তোমার জড়ানো শাড়ির আঁচলে মুচে নেবো-
আমার মাথার বিন্দু বিন্দু বৃষ্টি ফোঁটার জল।
বৃষ্টি হয়ে ছুঁয়ে দেবো -
তোমায় আমি কাছে না থেকেও অনর্বল।


হিজলের ফুল গুলো এখনো মালা বানিয়ে -
রেখে দিয়েছি তোমার জন্য বৃষ্টি হয়ে আসবে তুমি।
সেই অপেক্ষায় বসে আছি ক্লান্ত মনে।
তোমাকে একবার দেখার ইচ্ছে জেগেছে মনের শিহরণে।



কচি কচি সবুজ পাতার বুকে সকালের-
একটু শিশির ভেজা ঘাসের অনুভুতির আবেগে।
এখনো তোমাকে খুঁজি ফিরি বাস্তবের মোহনায়!


যেখানে তোমার আমার অস্তিত্ব!
ছাড়া কোন কিছুই ভাবা অসম্ভব আজ কাল।


ধানের পাতায়  হঠাৎ বাতাসে ভ্যপসা গরমে -
আদোও শিহরণে  দোলে কি ভাবে মনে!
বটবৃক্ষের নিচে শুয়ে ভাবি তোমার কথার আদরে।
কিছু চাওয়া আর কিছু পাওয়ার মায়া।
হৃদয়ের আয়নায় আজ দেখি তোমাকে মনের গহিনে