মুজিব তুমি হাত বাড়াতেই---
জেগে ওঠে ছিলো ঘুমন্ত বাঙ্গালির প্রান।
মুজিব তুমি হাত নাড়াতেই----
বয়ে কেঁপে ওঠে ছিলো তখন পাকিস্তান!


সাত সমুদ্র তেরো নদীর নাম ছিলো না এইনা ছোট দেশ
তাই তো তুমি নাম দিয়েছো সোনার বাংলাদেশ,,
মুজিব মানে ছিলো তখন মুক্তি পাওয়ার আশা,
মুজিব মানে পেলাম আমরা স্বাধীন বাংলা ভাষা,


মুজিব দেশের জন্য যারা এনে ছিলো হান!
মুজিব সেনারা করে নিয়েছিলো তাদের দূর শাহসী প্রান
মুজিব মানে ছিলো তখন বাঘের গর্জন,
সেই গর্জনে পেলাম আমরা স্বাধীনতা অর্জন!


মুজিব যখন ভাষন দিতো জাগতো সারাদেশ,
মুজিব মানে ছিলো তখন একটি  স্বাধীন বাংলাদেশ!
                                                সংক্ষেপিত