হুজুর আমার পোলারে একটা ফু দিয়াদেন
বুঝতাছিনা পোলা আমার এমন কর কেন
সকালবেলা উঠতে চায়না
সময়মত খাবার খায়না
কারু সঙ্গে কথা কয়না
এমন করে কেন?
হুজুর একটা সুরা পইড়া ফু দিয়াদেন।


আদব লেহাজ বালাই ই নাই
সুরত ধইরা ঘুরে
গুড়ুজনে সালাম দেয়না
চাইয়া থাকে দূরে
নেশাখোরের মতো টলে
অনুপস্থিত জ্ঞান
মস্কা ঝাড়া দিয়া হুজুর ফু দিয়া দেন।


চলায় বলায় উল্টা পাল্টা
কইছে পোলার মায়
পল্লীগীতি গাইতে কইলে
কালবৈশাখী গায়
ঝড়ের তোরে থালা বাসন
গুড়া হইছে কবে
সোকেচের গ্লাস একটাও নাই
আমি শুনি সবে
বিবিসাবরে পাত্তা দেই নাই
করতো ঘেনর ঘেন
হুজুর একটা দোয়া পইড়া ফু দিয়াদেন।


টাকার মোহে মত্তছিলাম
সদাছিলাম ব্যস্ত
পরের টাকা নিজের করতে
ঘুরছি উদয়াস্ত
আজকে আমার মোহ কাটছে
ভাঙছে সকল ধ্যান
দোয়া কালাম পইড়া একটা ফু দিয়াদেন।


বিড়ি বরি হাতের কাছে
সবই সহজলভ্য
আমার দোষেই পোলা আইজ
হইছে বেজায় সভ্য
এন্ড্রয়েট ফোন কিইনা দিছি
হুন্ডা চাইছে দিছি
একটা মাত্র পোলা দেইখা
যেমনে কইছে গেছি
এখন মাত্র বুঝতে পারছি
টেটন কতো শ্যান
সুরা কেরাত পইড়া হুজুর ফু দিয়াদেন।


পোলাডারে পড়তে দিয়া
টাকার ভাবনাই ভাবছি
খোঁজ খবর না নিয়া তার
মায়রে শুধু চাপছি
অসৎ সঙ্গে মিইশা পোলা
হইছে সুপারম্যান
জেএমবি যেন না হয় একটু দোয়া কইরাদেন।