তুমি আর আমি।
মাঝখানে আমাদের মুখোশ।
যার কারণে,
তুমি পুরোপুরি চিনতে পারলে না আমায়।
ঠিক একই কারণে আমিও ব্যর্থ হলাম,
চিনতে তোমায়।
অবশ্য মুখোশের উপর দিয়ে যত টুকু চেনা যায়,
সেই অনুমানে-
আমরা একে অপরকে চিনেছি,
এ কথা বলাই যায়।
মাঝে মাঝে মনে হয়,
মুখোশ টা খুলেই ফেলি,
দিয়ে ফেলি আমার আসল পরিচয়।
কিন্তু বড্ড ভয় হয়।
তোমারও কি এমন হয়?
চল মুখোশ টা খুলেই ফেলি না হয়!
আমি চাই-
তুমি আমাকে সেভাবেই জানো,
আমি ঠিক যেমনটা।
মনে হয় এমন ই তোমারও ভাবনা টা।
তারপর না হয় ভেবে দেখবো দুজনেই -
আসলেই কি গভীর,
নাকি ঠুনকো ছিলো আমাদের সম্পর্ক টা?