আমি ভুলে গেছি অনেক কিছুই !
আমি ভুলে গেছি নিজের কাছে ফিরতে,
ভুলে গেছি একান্ত নিজের বলে কিছু ভাবতে।
আমি ভুলে গেছি
শ্রাবনের মেঘ,
নৈশব্দের ঘুঙুর,
চৈত্রের খাঁ খাঁ দুপুর,
শিশির ভেজা সকালের আলিঙ্গন,
সমুদ্রের গভীরতা থেকে উঠে আসা,
আমার কপালে তোমার চুম্বন।
ভুলে গেছি বন্ধুদের আড্ডা,
জমে ওঠা গল্পে আনন্দের ধুম।
আমি ভুলে গেছি প্রাণ খুলে হাসতে,
নিদারুন কষ্টে গলা ছেড়ে কাঁদতে।
আমাকে এখন –
আমার হাসি-কান্নার কৈফিয়ত দিতে হয়।
কবে পুরোপুরি ভাল ছিলাম,
ঠিক কি কারণে ভাল ছিলাম,
সেটাও ভুলে গেছি।
কিন্তু কৈফিয়তের ভয়ে ,
হামেশাই ভাল আছি বলতে হয়।
অন্যরা কি ভাববে জানিনা,
তবে নিছক প্রতারণা জেনেও
এমনটি করতে হয়।
আমি ভুলে গেছি নিজেকে ভালোবাসতে
একান্তই নিজের জন্য বাঁচতে।
তার পরেও কিছু দায়বদ্ধতার জন্য বাঁচতে হয়।