বেঁচে ছিলাম যখন,পাইনি তখন
এক মুঠো ভাত কারো দ্বারে।
মরে আমি হলাম অমর,
আমার ফুলেল কবরটি দেখে,
চোখে আসে জল ভরে।
কিযে কষ্টে দিন কাটিয়েছি,
ভোগ করেছি কতই না যন্ত্রনা!
তখন আসেনি কেউ খোঁজ নিতে
কিংবা দিতে এতোটুকু সান্ত্বনা।
ক্ষুধা,দারিদ্র আর অবহেলায়,
হয়েছি পরাজিত আমি।
তখন আমি ছিলেম নাকো-
আজকের মতো দামী।
আজ হচ্ছে কত শোভা, সেমিনার,
করছে সবাই ভূয়সী প্রশংসা আমার।
কি লাভ হচ্ছে আমার এতে?
পাইনিকো আমি এতোটুকু দয়া,
পৃথিবী ছেড়ে যেতে যেতে।
আমায় নিয়ে আজ বলছে সবাই,
এমন ছিলো,তেমন ছিলো
ছিলো সমাজের আলো।
বেঁচে থাকতে কেউ আমায় দেখেনি,
যেন আমি আঁধারের চেয়েও কালো।
ভালো  খুব ভালো!
যত পার বল।
বেঁচে থাকতে মাথায় লাথি,
মরণের পরে পায়ে সালাম।
কৃতজ্ঞতার নামে এমন অপমানে
সত্যি বড় কষ্ট পেলাম!!