প্রথম অংশ


ড্রাইভার ভাই, বলতে পারেন,
ঢাকা পৌছাতে আর কত দেরী?
ম্যাডাম, দেখছেনই তো রোড জ্যাম,আর ঘাটের  সমস্যা তো 'ফেরী'।
তাহলে তো অনেক রাত হবে তাইনা?
তা তো হবেই,তবে কয়টা হবে,তা তো জানিনা।
মনে মনে অনেক ভাবনা,
এতো রাতে ওদের বাড়ী  যাওয়া ঠিক হবেনা।
আত্নীয় বটে,তবে তেলে জলে তো কভু মেশেনা।
থাকতে দিয়েছে এটাই ঢের।
আমাকে অন্য কোথাও থাকতে হবে,
যাতে ওরা না পায় টের।
গাড়ী তে তো পরিচিত কেউই নাই।
তাহলে আমি কোথায় যাই?
নাহ, এভাবে পড়াশোনা হয়না।
ওহ খোদা তুমি বলে দাও, কি করি?
মাথা যে কাজ করছে না।
ম্যাডাম,সবাই নাইমা পড়ছে,
আপনি নামবেন না?
ম্যাডাম, অনেক্ষন ধইরা দেখছি
আপনে চোখ বন্দ কইরা
টেনশনে আছেন।
ভাই রাত তো অনেক,
আমি যেখানে থাকি,সেখানে যাওয়ার উপায় নাই।
বলুন দেখি কোথায় যাই।
আছে এই ভাই,আসেন যাই।
উপায়ও তো নাই,চলেন যাই।
              
         দ্বিতীয় অংশ
    ভাই, ভাবী নাই?
না ও চলে গেছে, আমি এখন একা।
কথা শুনে ভিতর হলো ফাঁকা।
তা ঘুমাবো কোথায়,রুমতো একটা।
আপনি ঘুমান,আমি দেখছি আমার  টা।
ঘুমে আর আতংকে চোখ দুটি বন্ধ,
আবেগ আর বিবেকের শুরু হয় দ্বন্দ্ব।
হঠাৎ কানে  আসে কোরানের সুর।
সে যে সত্যি মানুষ,যাকে ভেবেছি অসূর।
হলো ভোর, দূর হলো তিক্ততা,
সঞ্চিত হলো মানুষ সম্পর্কে নতুন অভিজ্ঞতা।