তুমি আজ সাজিয়েছো নিজেকে,
কতই না বর্ণাঢ্য সাজে!
নতুনত্যের ছোঁয়া যেন,
তোমার শরীর ও কাপড়ের প্রতিটি ভাঁজে।
তোমার অমন সাজ দেখে,
আমি মরে যাই লাজে।
উদ্দেশ্য কি শুধুই বর্ষবরণ,
নাকি তোমার শরীরী জৌলুসে,
কামাতুর পুরুষের দৃষ্টি হরণ?
কার প্ররোচনায় নাচিছো তুমি,
এমন ময়ুর নাচ?
লোভাতুর চোখ মুখ গিলছে যে তোমায়,
করতে পাচ্ছো কি আঁচ?
চেতনাতেই যদি না থাকে বাঙালীয়ানা,
একদিনের এমন আচরণ ,
নয় কি তবে,নিজের সঙ্গে প্রতারনা?
বাঙালী যদি হতেই চাও,
হও চিন্তায়, চেতনায়।
নিজেকে আজীবন ডুবিয়ে রেখোনা,
লোক দেখানো, ইলিশ আর পান্তায়।