বেঁচে আছি!
এখন পর্যন্ত বেঁচে আছি।
বেঁচে থাকার প্রয়োজনেই-
বেঁচে আছি!
যেভাবে বেঁচে আছে-
"মানুষ" ব্যতীত পৃথিবীর অন্য সব প্রাণী।
আমি একা নই,
আমার মত বেঁচে আছে অনেকেই।
এভাবে বেঁচে থাকার মধ্যে জীবনকে উপলদ্ধির
সুযোগ  বড় কম!
এ ধরনের জীবনের কাছে প্রত্যাশার কিছু থাকেনা,
অপেক্ষা থাকে কখন ফুরোবে "দম"!
ঈশ্বর কে ধন্যবাদ!
অন্তত:তাঁর নাট্যমঞ্চে এখনো রেখেছেন আমায়।
অভিনেতা হিসেবে আমার এখানে থাকার প্রয়োজন ছিল কিনা-
তা আমি জানিনা।
যে জীবন নিজের কোন উপকারে আসেনা,
আসেনা উপকারে অন্য কারো,
সে জীবন একে বারেই বোঝা!
তার প্রতি কারো কদর থাকেনা।
তার পরেও বেঁচে আছি।
বেঁচে থাকার প্রয়োজনে বেঁচে আছি।
বলা যায়, ঈশ্বরের নাটক সফল করতেই-
আমি এখনো বেঁচে আছি।
হয়তো অভিনেতা হিসেবে,
ঈশ্বরের কাছে আমি  ভীষণ পছন্দের।
তাই বুঝি ইতি টানছেন না এ জীবনের।
একারণেই  হয়তো -
আমি এখনো বেঁচে আছি।