বিধাতা !
বড় অবাক তোমার পৃথিবী!
বড় অবাক তোমার লীলা!
ওরাই কেন বঞ্চিত আজ ?
যারা কি এক সরল বিশ্বাসে-
তোমাকে ডেকে যায় সারা বেলা।
এতো ক্ষুধা, এতো হাহাকার,
এতো অবিচার,এতো ব্যাভিচার!
কতশত স্বপ্ন, রোজকার পৃথিবীতে-
ভেঙ্গে হচ্ছে চুরমার !
সবই কি তোমার খেলা?
কি পাপে আজ –
এতো বৈষম্য, এতো অবহেলা?
কারো মুখে আজ সোনার চামুচ,
কারো মুখে ছাই !
বারবার জাগে প্রশ্ন মনে,
উত্তর শুধাই জ্ঞানী জনে।
মেলেনা উত্তর সেখানেও-
মেলে কিছু গজামিল দেওয়া দর্শন,
আর ভাগ্যের দোহাই।