এতো দিনের চেনা মানুষটাই যখন হঠাৎ অচেনা হয়ে যায়,
তখন কেমন লাগে?
তাকে দেখে কি সত্যি অচেনা লাগে?
নাকি সমস্ত শরীরেই শিহরণ জাগে?
এতোদিন যে মানুষটা কারো হাত ধরে ছিল,
হঠাৎ তার হাতে অন্য কারো হাত দেখতে কেমন লাগে?
যে দেখে সেকি একেবারেই নির্মোহ থাকে?
নাকি ফেলে আসা অতীত, নতুন করে জাগে?
এতোদিন যাকে ঘিরে জীবন আবর্তিত হতো,
সেই মানুষটাই যখন আসামির কাটগড়ায় দাঁড় করায়,তখন কেমন লাগে?
তখনও কি তার প্রতি ভালবাসা  অটুট থাকে?
নাকি তার জীবনটাও নরক করে দেবার বাসনা জাগে?
স্বার্থের দ্বন্দ্বে সম্পর্কে যখন বিষক্রিয়া শুরু হয়ে যায়,তখন চিরচেনা মানুষটিকে কেমন লাগে?
তার দোষের তুলনায় গুনগুলো সামনে এসে দাঁড়ায়?
নাকি পুরো মাত্রায় একজন গুনবিহীন মানুষ মনে হয়?
যে সন্তান এতো দিন যাকে "পিতা" কিংবা "মাতা"
বলে ডাকতো,
হঠাৎ যদি পিতা-মাতার দাম্পত্য কলহের জেরে
সে অধিকারে ভাটা পড়ে যায়,তখন সেই সন্তানের কেমন লাগে?
তখনও কি ছেড়ে আসা লোকটির প্রতি ভালবাসা, শ্রদ্ধা অটুট থাকে?
নাকি তার প্রতি ঘৃণার মেঘ পুঞ্জীভূত হতে থাকে?
যে সন্তানের জীবন থেকে হারিয়ে গেছে পিতা কিংবা মাতার নাম,
সেই সন্তানের যোগ্যতার সার্টিফিকেটে সেই পিতা কিংবা মাতার নামটি দেখতে কেমন লাগে?
তখনো কি ফেলে আসা অতীতে ফিরে যেতে ইচ্ছে করে?
নাকি জীবনের গল্পের মতো সেখান থেকেও তার নামটি মুছে ফেলতে ইচ্ছে করে?
জীবনের প্রয়োজনে নেওয়া কঠিন সিদ্ধান্তের ফলে, জীবন কি তার অতীত ভুলতে পারে?
নাকি "বিসর্জিত অধিকার" মনে পড়ে বারে বারে?