"দূর হও আমার সামনে থেকে"
এ কথা বলে কি কাউকে হৃদয় থেকে সরানো যায়?
"আমি এখন নিজের মতো করে বাঁচতে শিখেছি,
আমার জীবনে নেই কোন প্রয়োজন তোমার;"
একথাটি কি প্রমান করেনা তুমি কত অসহায়?
যাকে প্রানের চেয়েও বেশী ভালোবাসি তাকে
এতো সহজে কি বলা যায়-
"ভালো বাসি তোমায়"!
"আমাকে নিয়ে ভাবতে হবেনা কাউকে,"
এটা কি কারো ভাবনায় নিজেকে জড়ানো নয়?
"তোমার কিছু হলে বিন্দুমাত্র কষ্ট পাবোনা আমি"
এটা কি প্রাপ্ত কষ্টের বহিঃ প্রকাশ নয়?
"আর কখনো আমাকে নিজের চেহারা দেখাবে না,
তোমাকে ভুলে গেছি আমি"
এই ভুলে যাওয়াটা কি মনে রাখা নয়?
"আসলে সবাই স্বার্থপর, কেউ কারো নয়"
এটা কি নিজের স্বার্থের ভাগ চাওয়া নয়?
"আমি তোমাকে চিনতে ভুল করেছি"
এটা কি চেনার অভিলাষ নয়?
নিজের অজান্তেই যাকে -
কারনে-অকারনে মনে পড়ে,
তাকে ভুলে যাওয়ার চেষ্টা টা
নয় কি শুধু ভুলে যাওয়ার অভিনয়?