চলে গেল পল্লবী
কোন চাপা অভিমানে,অপমানে!
তবে লাশ সহসাই যাবে নাকো শশ্মানে।
ঝুলে আছে তার নিথর দেহ,
ছোট্ট ঘরটির মাঝখানে।
উঠোন ভর্তি মানুষের ঢ্ল।
কেউ বলছেন আত্নহত্যা,
কেউ বলছেন সাজানো ছল।
আত্নীয়-স্বজন,থানা-পুলিশ,সাংবাদিক।
এই মৃত্যুর বিশেষণ কারো কাছে সাংঘাতিক!
কারো কাছে মর্মান্তিক!
তার মাসী বলছিলেন সে নাকি গর্ভবতীও ছিল।
যাকে বিয়ে করেছিল, তার সাথে নাকি প্রেম ছিল।
তবে কেন নিজেকে মুছে ফেলার বাসনা?
নাকি সীমাহীন  নারকীয় কোন যাতনা?
হয়তো বূঝবার কেউ ছিলনা,
দেখবার কেউ ছিলনা।
হতে পারে -
প্রেমটাই ছিল নিছক একটি প্রতারণা।
লাশকাটা ঘরে, কাটা হবে তাকে,
সত্যের অনুসন্ধানে।
কিন্তু, সব ক্ষত কি থাকে দেহে?
কিছু ক্ষত তো থাকে পুরোটাই মনে।
দেহত্যাগে চলে যায় পরজগতে,
তাকে তো আর পাওয়া যাবে না
ব্যবচ্ছেদকৃত দেহের কোনখানে।
তাহলে -
কেন অনাকাঙ্ক্ষিতভাবে চলে গেল সে,
বেরিয়ে আসবে কোন অনুসন্ধানে?