এইযে কাশবন,
ফুলে ফুলে সাদা!
কী নির্মল আনন্দের ঢেউ!
এই সৌন্দর্য দেখবার যে আনন্দ,
সহসাই এড়াতে পারে কি কেউ?
নতুন এক দীপ্তিময় সকাল উপহারের প্রতিশ্রুতি দিয়ে,সূর্যের যে বিদায় যাত্রা,
এই মনরোম পরিবেশের হয় কি কোন মাত্রা?
চোখ মেলে দেখ,নদীর স্থির জলে,
সীমাহীন, মেঘমুক্ত নীল আকাশ,
গায়ে লাগা মৃদুলা বাতাস,
সব আয়োজনই তোমার আগমন অপেক্ষায়।
কিন্তু, তুমি এলেনা।
তুমি শুনলেনা আমার হৃদয় আকুতি।
অপেক্ষায় অপেক্ষায় চার দিকে আঁধার নেমে এলো।
চেনা প্রকৃতি অচেনা হয়ে গেল।
পথ ঘাট, মিশে গেল শূন্যতায়।
নীরব,নিস্তব্দ প্রকৃিতির মাঝে
আমি বসে রইলাম একা
কেবল তোমারই অপেক্ষায়..........!!