জীবনকে আগে কখনো এতো গভীর ভাবে ভালবাসিনি।
কত অত্যাচার, অনাচার করেছি জীবনের প্রতি।
জীবনের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে কতবার টানতে চেয়েছি
এই জীবনের ইতি।
কিন্তু আজ ! কি হলো আমার ? সারাক্ষণ শুধু মৃত্যু ভীতি।
বাঁচার জন্য কত কায়দা কৌশলের আমল !
টিভির পর্দায় বার বার দেখি মৃত্যুর যোগফল।
এত অভাব,এতো অভিযোগ, পাওয়া না পাওয়া,
অনিয়ম, দূর্নীতি,ব্যক্তি জীবনের কু-কীর্তি্‌
সীমাহীন পাপ!
তার পরেও এখন নিজেকে দেইনা অভিষাপ।
প্রতি রাতে ঘুমাতে ঘুমাতে ভাবি-
আগামীকালের মৃত্যু তালিকায়,আমার নামটিও যুক্ত হবে নাতো?
আগে যেন বুঝতেই চাইনি একটি জীবনের মুল্য কত !
এই যাত্রায় যদি আমি বেঁচেও যাই,
এই পৃথিবী কি রবে ঠিক আগের মতো?
সম্পর্কের দাবী নিয়ে, কিছু অশ্রু সিক্ত চোখ
আত্মার আত্মীয়দের খুঁজে পাবেতো?