এ জীবনে যতটুকু পথ তোমার সাথে হেঁটেছি-
তাতে আমার উপক্রমণিকা সমন্ধে তোমার নিশ্চয়ই একটা ধারনা হয়েছে,
সেটা আমিও স্বীকার করি;
কিন্তু, একটা কথা কি জানো,
আমার কিছু কথা আজও তোমাকে বলা হয় নি।
শুধু তোমাকেই কেন ,কাউকেই বলা হয়নি।
বলতে পারো,সাহস হয়নি।
আসলে যতটুকু সততা থাকলে,জীবনে সব সম্পর্ককেই ত্যাগ করা যায়-
ততোটুকুন সৎ আমি এখনো হতে পারিনি।
জীবনের যে অবশিষ্টাংশ রয়ে গেছে, তাতে আর না বলা গল্পের শেষ টানা হবেনা।
যদি কখনো তোমার আগে আমিই চলে যাই -
আমাকে নিয়েও কম গল্প হবেনা।
এগুলোর সরল সমীকরন করতে যেওনা,কারনঃ
যারা আমাকে যে চোখে দেখেছে, তাদের গল্পে আমার চরিত্রটাও হবে সে রকমই।
তুমি তোমার চোখে আমায় যেটুকু দেখেছিলে,
তোমার অনুভূতিতে -
আমার যতটুকু স্পর্শ লেগেছিল,
ঠিক ততোটুকুনি সত্য হিসেবে যেন।