ডায়েরীর পাতাগুলো উল্টালে,
আমি এখনো
বিশ বছর পিছনে ফিরে যাই।
আমি যে বর্তমানের উঠোনে এখন,
বেমালুম ভুলে যাই।
স্মৃতিগুলো চোখের সামনে,
ক্রমান্বয়ে ভাসতে থাকে,
ডাকতে থাকে আমায়।
যখন সম্মতি ফিরে দেখি
আমি বর্তমানের কাঠগড়ায়,
কেমন যেন হয়ে যাই আমি,
কেমন যেন.....অসহায়!
তোমারও কি মনে পড়ে?
মনে পড়ে, কি কি বলেছিলে  আমায়?
অবশ্য.........
হাজার মানুষের ভীড়ে,
কাউকে মনে রাখা দায়।
তবে আমি?
আমি কেন সব
মনে রেখেছি?
গেঁথে রেখেছি এখনো
ডায়েরীর পাতায়,পাতায়?
আমি জানি,
তুমিও মিশে গেছো
সময়ের বাস্তবতায়।
ভূলে গেছো,কিংবা-
ভুলে যাওয়ার ভান করছো আমায়।
ভুলে যাও, চলে যাও
তোমার মন যেথা যেতে চায়।
আমি আমার নিঃসঙ্গতায়,
তোমায় ঠিকই খুঁজে নেব
আমার ডায়েরীর পাতায়।।