ঘোরের মাঝে ডুবে থাকতেই-
এখন  ভাল লাগে।
ঘোর কেটে গেলে,
কেমন যেন অস্থির লাগে!
ব্যক্তির ভালোবাসা, রাজনীতি, ধর্ম,দেশ-
সবকিছুই ঘোরের মধ্যে ভাবতেই ভাল লাগে!
ঘোর কেটে গেলে এসবের সততা নিয়ে প্রশ্ন জাগে,সংশয় জাগে!
আবার কখনো বা ভীষণ অবাক লাগে!
যে ভালবাসা বিনিময়ে টিকে থাকে,
সেটা কি আদৌ ভালোবাসা?
যে রাজনীতি নিজের গন্তব্য জানেনা-
তার জন্য কেন মিছে আশা?
ধর্ম যখন হয়ে যায় লেবাস সর্বস্ব,
ব্যবসার উদাহরণ,
কি হতে পারে তার দ্বারা পরিবর্তন?
উত্তরে চোখ ঝপসা হয়ে যায়,
মস্তিষ্কে ভীষণ চাপ লাগে।
কিন্তু, ঘোরের মধ্যে চলে গেলে,
সব কিছুই আবার ভাল লাগে।
টকশো ভাল লাগে,ওয়াজ ভাল লাগে,
ধর্ষণ ভাল লাগে,নষ্টদের আস্ফালন ভাল লাগে,
নিদারুণ কষ্টে মানুষের মরে যাওয়া ভাল লাগে,
বারুদের গন্ধ ভাল লাগে,যুদ্ধ ভাল লাগে,
অকাল মৃত্যু ভাল লাগে!
দেশপ্রেমের খোলসে মীরজাফরের মুখ ভাল লাগে!
ঘোর কাটলেই নিজেকে মানুষ ভাবতে, আশরাফুল- মাখলুকাত ভাবতেই লজ্জা লাগে!