পথগুলো এখনো আগের মতোই আছে,
বদলে গেছে শুধু পথিকের দল।
আমিই কেবল নীরব,নিস্তব্ধ,
চারপাশে ঠিকই চলছে অজানা কোলাহল।
জীবনে চলার পথে,
মিশেছি কতজনেরই সাথে।
পেয়েছি কত বন্ধু,কত না আপনজন।
আজ বুঝতে পারছি,
আমি কখনো ই তাদের প্রিয়জন ছিলাম না,
কেবলই ছিলাম প্রয়োজন।
তাদের প্রয়োজনের তাগিদেই ছিল,
আমায় নিয়ে নানা আয়োজন।
হয়তো  তারাই ঠিক ছিল,
ভুল ছিলেম আমি।
আমি আজো বুঝলাম না-
কেন কেউ কথা রাখেনি?
কোন এক গধুলি লগ্নে-
নীলাঞ্জনাও বলেছিলঃ
"আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত
আমি তোমার অপেক্ষায় থাকবো। "
স্বাক্ষী  ছিল রক্তিম কৃষ্ণচূড়া।
কিন্তু, নীলাঞ্জনা তার কথা রাখেনি।
কৃষ্ণচূড়াও ভেঙে গিয়েছিল-
কোন এক কালবৈশাখী ঝড়ে!
ফলে, আর কোন প্রমাণ থাকেনি।
কেন এমন হলো?
নাকি এমনটি হওয়াই স্বাভাবিক ছিল,
আমি আজো বুঝতে  পারিনি।
মাঝে মাঝে ভাবি-
কেন  আমি শুধু  প্রয়োজন ই থাকলাম?
কেন কারো প্রিয়জন হতে পারিনি?