কি ভাবছো মন?
যতক্ষণ বেঁচে আছো,
অতোক্ষণেই তোমায় নিয়ে,
জগতের যতো আয়োজন!
যতক্ষণ জীবন আছে,
কেবল ততোক্ষণই -
সম্পর্কের জোয়াড়-ভাটা,
মান-অভিমান,বাঁচা-মরার গান।
'জীবনপাখি' খাঁচা ভেঙ্গে উড়াল দিলেই,
সবই তখন সমান সমান।
তবুও কেন তোমার  এতো অভিমান?
এযে কেবলই সময় আর প্রয়োজন।
যার কারণে তুমি কারো কাছে-
তুমি পর,কারো কাছে এতোটা আপন!
মিছেই ভাবছো মন।
এখানে কেউই তোমার নয় আপন।
তুমি বরাবরই একা, বড়ই একা মন!
বুঝতে শেখো,ভাবতে শেখো এখন।
সম্পর্কের গোলক ধাঁধায়,
ডুবে যেয়োনা মন।
এখানে মিথ্যে সব গল্প, নাটক,
মিথ্যে সব আয়োজন।
যেখানে প্রাপ্তি আর প্রয়োজন,
করে তোমার মূল্যায়ন,
সেখানে তুমি পাবে কাকে?
বলবে কাকে আপন?
আসলেই তুমি একা এখানে,
বড়ই একা মন।