মানুষ হিসেবে আমার অপরাধ অনেক!
এগুলোর প্রত্যেকটির জন্য -
আমার আলাদা আলাদা ভাবে
শাস্তি হওয়া উচিৎ।


কালো কে কালো আর সাদা কে সাদা
"প্রকাশ্যে "বলতে না পারার অপরাধে,
আমার শাস্তি হওয়া উচিৎ।


নাগরিক হিসেবে আমার দায়িত্বহীনতার জন্য,
আমার শাস্তি হওয়া উচিৎ।


আমার প্রতি রাষ্ট্রের শত অবহেলা দেখেও,
নীরব থাকবার জন্য,
আমার শাস্তি হওয়া উচিৎ।


যেনে শুনে একজন লুটেরা কে সমাজ কিংবা
রাষ্ট্রের সেবক নির্বাচিত করবার জন্য,
আমার শাস্তি হওয়া  উচিৎ।


মনুষ্যত্ববোধ,মূল্যবোধ, শ্রদ্ধাবোধে বিষ মেশানোর
অপরাধে, আমার শাস্তি হওয়া উচিৎ।


স্বাধীনতার এতো বছর পরেও
আমি বাঙ্গালী নাকি বাংলাদেশি এটি,
প্রজন্মের কাছে পরিষ্কার করতে না পারার জন্য,
আমার শাস্তি হওয়া উচিৎ।


পিতা হিসেবে সন্তানের  নূন্যতম চাহিদা মেটাতে -
অক্ষম জেনেও তাকে জন্ম দেওয়ার অপরাধে,
আমার শাস্তি হওয়া উচিৎ।


যেকোনো অনাকাঙ্খিত মৃত্যু পরবর্তী শোকে,
মোমবাতি জ্বালিয়ে  নীরবতা পালনের জন্য,
আমার শাস্তি হওয়া  উচিৎ।


মানুষ হিসেবে আমার অপরাধ অনেক!
এগুলোর প্রত্যেকটির জন্য আমার,
আলাদা আলাদা ভাবে শাস্তি হওয়া উচিৎ।


যাবজ্জীবন তো বটেই বরং মরনোত্তরেও
প্রতিটি অপরাধের জন্য -
আমার শাস্তি হওয়া উচিৎ।