আমার এখন নিজের কাছে ফিরে যেতে বড্ড বেশি ইচ্ছে করে।
যেখানে ইচ্ছেঘুড়ি-
লাটাই ছাড়াই উড়তে পারে।
নীরবতারা মনের কথা পড়তে পারে।
এখানে নেই অভিযোগের পাহাড়,
কিংবা অনুযোগের সমাহার।
নেই কারো বিরুদ্ধে অভিমান,
নেই অপমান।
যেখানে সবকিছুই নিজের।
সুখ-দুঃখ, হাসি- কান্না
সবই নিজের।
এখানে আমি কেবলি আমার।
এখানে নেই কোন অপেক্ষা,
কারো জন্যে প্রতিক্ষা!
এখানে আদি নেই,অন্ত নেই,
দায় নেই,দেনা নেই।
স্মৃতি নেই,বিস্মৃতি নেই!
অতীত নেই,ভবিষ্যৎ নেই!
আমি কারো নেই,কেউ আমার নেই!
আহ! কি শান্তি!
সবকিছু থেকে মুক্ত আমি!