ওরা কারা?
যারা আমাকে ছায়ার মতো অনুসরণ করে।
ওরা কারা?
যারা আমার দরজায়,
হুমকিভরা চিঠি কিংবা
কাফনের কাপড় ছাড়ে।
আমার কি দোষ?
আমি এখনো  মানিনি পোষ?
তা কি হয় কখনো?
চোখের সামনে ঘটে যাওয়া
শত অপকর্ম!
ওরা সেখানেই দিতে বলে
সুরক্ষা বর্ম।
কে বা পুলিশ, কে বা ঘাতক
বোঝা বড় দায়।
কখনো বা ঘাতকের চেহারায় পুলিশ,
কখনো বা পুলিশের চেহারায় ঘাতক!
কেনই বা এমন হয়?
সদুত্তর  নেই কোথাও।
আজ উনি, কাল তিনি
হয়তো পরশু আমিই উধাও।
তারপর........
পুলিশের রকমারি বয়ান,
মিডিয়ার প্রচারাভিযান,
স্বজন হারার চোখ
তখনো সন্ধিহান।
বাদ যায়না সাদা গাড়ী,
হাসপাতালের মর্গ কিংবা
বেওয়ারিশ লাশের গোরস্থান।
আমিও কি তবে....?
তাহলে কে বলবে আমায়,
ওরা কারা?
একজন  সাধারণ  নাগরিক হিসেবে
আমি কেন রব দিশেহারা?
ভাগ্যের জোরে কেউ ফেরে,
কেউ মিশে যায়
না ফেরাদের ভীড়ে।
মৃত্যুতো আসবেই।
তাই বলে কি,
স্বাভাবিক  মৃত্যুর গ্যারান্টি
থাকতে নেই?
ঘরের চৌকাঠ পেরুলেই
আতংক পেয়ে বসে-
অপেক্ষায় আছে কি
কালো কাপড়,কিংবা
দামী  কোন গাড়ি?
শেষ পর্যন্ত সব রবেতো ঠিকঠাক,
নিরাপদে ফেরা হবেতো
আমার বাড়ী?
কেন কেউ ওদের চেনেনা?
রহস্যের জট কেন খোলেনা?
তবে কি সরিষাতেই ভূত আছে?
আমি মূর্খ, গোঁয়ার,
এক অতি সাধারণ  নাগরিক,
আমি জানবো কার কাছে
ওরা কারা?