তুমি কি কখনো  ভেবে দেখেছো,
তোমার শরীরে প্রবাহিত  যে রক্ত,
সে তো আমার রক্তের মতোই লাল।
তবে কেন তুমি নিজেকে ব্রাহ্মন ভাবো,
আমাকে ভাবো চন্ডাল?
তোমার শরীরী অঙ্গ গুলোর সাথে,
আমারতো সবটাতেই মিল।
তবে তোমার, আমার, বাঁচা -মরায়,
এতো কেন গরমিল?
তোমারই স্বার্থে কখনো তুমি
ধর্মের কাঁটাতারে পেঁচিয়ে রাখো আমায়,
আবার,মন মতো উৎকচ পেলে
বাতলে দাও বাঁচার উপায়।
ভাগ্যের কি নির্মম পরিহাস!
হয় আমার সরলতা
নয়তোবা মুর্খতার কারনে,
তুমি আজ দেবদূত
আর, আমি তোমার দাস।
আমাকে দিয়েই বিভেদ লাগাও
সুদীর্ঘ করো ত্রাস।
কী মূর্খ আমি!
এখনো বুঝিনা আমি,
আমাকে দিয়েই করে চলছো তুমি-
আমারই সর্বনাশ!