কতদিন হয়ে গেলো,
তোমাতে,আমাতে দেখা নেই।
কোথায় আছো,কেমন আছো,
সবই আজ আমার  অজানা।
হয়তো ভুলেও গেছো  এতোদিনে।
কিন্তু, আমি কেন ভুলতে পারিনা?
এখনো অপেক্ষার প্রহর গুনি,
তোমার গায়ের গন্ধ কিংবা
তোমার পছন্দের পারফিউম
এখনো আমার নাকে লাগে;
মনে  হয় আমি এখনো-
তোমার পায়ের আওয়াজ  শুনি।
বিভিন্ন উপলক্ষ কে  কেন্দ্র করে,
তোমার দেওয়া ক্যাসেটগুলো
আমি মুগ্ধ হয়ে শুনি।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে,
যখন চোখ দুটো ঝাপসা হয়ে আসে,
তখন চোখ বুলাই -
তোমার দেওয়া চিঠি গুলোতে।
কতকিছুই না তুমি লিখতে!
এখন যখন ভাবি-
তুমি আর কখনো আসবেনা,
আমার স্বপ্ন-সাধগুলো
আর কখনো পূরণ হবেনা,
চোখে আসে জল ভরে।
কিছুতেই মেলাতে পারিনা তখন,
এতোগুলো মুহূর্ত, এতো প্রতিশ্রুতি,
মানুষ  ভুলে যায় কি করে?
ওরা আমায় বলে-
তুমি কখনো আমায় ভালো বাসনি,
করেছো শুধুই প্রতারনা।
আমি তখন বলি-
না না, তুমি এমন নও
হয়তো কোন পরিস্থিতির শিকার,
তাই বুঝি আমার খোঁজ করনা।
তোমার বর্তমানে আমি অদৃশ্য হলেও
তোমার অতীতে আমি ছাড়া
তোমার তো আর কেউ ছিলোনা।
এটাই আমার বড় সান্ত্বনা।