চার দিকে এতো শকুন কেন?
যেদিকে তাকাই সেদিকেই
কেবল শকুন আর শকুন।
বাড়িতে শকুন,গাড়ীতে শকুন,
শকুনের দল ভীড় জমায়
অফিসে, আদালতে।
এমন কি শকুনের দৃষ্টি পড়ে,
পথচলা নারীর শাড়িতে।
শকুনেরা বসতি গড়ছে
মানুষের বাড়ীতে।
তারা এখন পাখায় ভর দিয়ে উড়েনা,
মানুষের চেহারায় হেঁটে বেড়ায়,
চড়ে মানুষবাহী গাড়ীতে।
আতংক চরমে উঠে,
যখন দেখি মানুষরূপী শকুনেরা,
দলে দলে ঢুকছে রাজনীতিতে।
পিলে চমকে যায়,
যখন দেখি, উড়তে থাকা জাতীয় পতাকায়,
শকুনেরা মারছে থাবা।
অথচঃঅনেকেই বলছে-
মারহাবা ! মারহাবা !
তবেকি এটা হতে চলেছে,
শকুনেরই রাজ্য?
তাইবুঝি বিবেকবান আর বিবেক
আজ দুই ই পরিত্যাজ্য।