মোর নাম শমীরন,
কাম করি খাঁও।
লেখা-পড়ি নাই কঁর,
টিপ সই মুই দেও।
ঐ সই গিনারে দাম মেলা,
ভোট-ভোটারি আইসে যেলা।
কাঁহো সেলা মোক মাও কয়,
কাঁহো কয় মোক মশি,
কাঁহো ফের কয়-
হামরাতো বায় তোমারে ছাওয়া
ভোটত  খাড়া হসি।
এইলা কাথা কয়া হানে,
কাঁহো সেলা মোক টাকা দ্যাসে,
কাঁহো দ্যাসে কাপড়া।
কাঁহো আসি কয়খান টিন দিয়া কসে-
ও বু! তোর ঘর খানোত দেইস ছাপরা।
যাবার সমায় ফের কয়া যাসে-
এলাতো বায় তোক কোন দিনুনা,
মোক ভোট টা আগোত দেও।
এমন দিন থাকিবে না তোর
মুই যুগুল ভোটত জিতি ন্যাও।
এং করি সতলে হানে ভোট ন্যায় হামার,
ভোটত যাঁহা জিতি গেইল,
হয়া গেইল সেলা চামার।
ভোটের পরে দেখিলে মোক,
দূর দি হাটি যায়,
মুই বগলা-বগলি গেইলে সেলা,
চৌখত ওমার বিন্দায়।
তাঁহো হাত ধরি কঁও মুই
হা বায়! একখান কাড না দ্যান মোক?
চৌক পাকেয়া কয় মোক
"ভিক্ক করি তো পাইস মেলা,
কাড কি কামোত নাগে তোক?
এ্যাতো মানসিক  নিগাসে আল্লা,
তোখে না নিগায়!
তোর মতোন মানসি মইলে-
তাঁহোতো এংনা আটায়!"
এং করি দেখিতে দেখিতে
দেখুনু মুই সবাক!
আসলে সোগায় চায় ভোট,
কাঁহো চায়না হামাক।


(বিঃদ্রঃ রং পুরের আঞ্চলিক ভাষায় লিখিত।)