তোমার সেই কবে আসবার কথা ছিলো, বলতো?
কিন্তু, তোমার তো কোন পাত্তাই নেই।
কার কার কাছে শুনছি,
তুমি আজ এখানে,কাল ওখানে চষে বেড়াচ্ছো।
তোমার প্রতি ভীষণ মন খারাপ হচ্ছিলো।
তোমাকে একটিবার দেখবো বলে-
সেই কবে থেকে অপেক্ষায় আছি।
অবশেষে তুমি আজ এলে।
আমার উঠোনে তোমাকে স্বাগত জানাই।
ইচ্ছে হচ্ছে সেই অতীতে ফিরে যাই,
যে অতীতে তোমাতে মিশে যেতাম হাওয়ার মতো।
তোমার কি মনে আছে সে সব,
কত গল্প,কত কবিতা,স্মৃতিও আছে কত কত!
আজ সবই স্মৃতি!
বয়স বেড়েছে,জীবনের দাবীদার বেড়েছে।
এখন কৈফিয়তও বেড়েছে।
তার পরেও তোমাকে আমার মনে পড়ে।
কারণে, অকারণে মনে পড়ে।
তোমার বুঝি যাবার সময় হলো?
তোমাকে আটকার সাধ্য আমার নেই।
যাও তবে। কিন্তু কথা দাও,আবার আসবে!
আসবে তো?