শীতের কনকনে  ঠান্ডায়
যখন তোমরা লেপমুড়ি দিয়ে ঘুমাও,
আমি তখনও ফুটপাতে  ঘুরতে থাকি,
একটু খানি জায়গার আশায়।
ঘুমোনর ক্ষনিক  পরেই কিছু কুকুর  এসে বসে যায়।
হয়তো একটু খানি  উষ্ণতার আশায়।
ভুলে যাই আমি মানুষ আর কুকুরের ব্যবধান,
জড়াজড়ি করে রাত কেটে যায়।
সকাল টা তো আরো অসহায়,
গরীব হলেও লজ্জাটা তো আছে এখনো,
তাই চলে যাই দাঁড়ানও কোন ট্রেনের কামরায়।
অপেক্ষা থাকে ট্রেনের আগমনের,
কেউ যদি কুলি হিসেবে নেয়!
অবিশ্বাসের পৃথিবী।
কেউ ভরসা পায় কেউ পায়না
কখনো তো পেটে খাবারও জোটেনা।
কিন্তু পেট তো! সে তো যুক্তি মানেনা।
হাত পাতি তোমাদের কাছে,
কেউ দেয়, কেউ দেয়না।
কেউ করে নিদারুন তিরস্কার।
ভেবে নিই এটাই বা কম কিসে,
এটাও তো দারিদ্র্যের পুরস্কার।
আবার নামে রাত।
গভীর রাত।
দিনের আলোয় অনেক চেনা মুখ।
খুঁজতে আসে আঁধারের সুখ।
গহীন আঁধারে -
কোথাও বসে আসর, কোথাও বা  বাসর।
তখন ভাবি, আমিও কি কারো আঁধার বাসরের ফল?
নাকি নর্দমায় ফেলে যাওয়া তোমার ভালবাসা?