কখনো কখনো বেঁচে থাকাটা
নেহায়েত অর্থহীন মনে হয়,
মিথ্যে মনে হয় সবই।
যখনই মনে হয়,
কেন এই মিথ্যে বেঁচে থাকা?
তখন তোরই কথা ভাবি।
কখনো কখনো ওর সাথে আমার
বনি -বনার অভাবটা চরমে চলে যায়,
মনে হয় কি লাভ এই সম্পর্কের?
আমি তখন তোরই কথা ভাবি।
আমার জীবনের ব্যর্থতার জন্য
যখন কেউ আমাকে দায়ী করে,
সমালোচনার ঝড় তোলে,
আমি তখন তোরই কথা ভাবি।
কখনো কখনো শরীরটাও হাঁপিয়ে উঠে
বলেঃএবার থামো,আর কত?
আমি তখন তোরই কথা ভাবি।
কখনো কখনো চরম অসুস্থতায়
জীবন যখন বিপন্ন প্রায়,
আমি তখনও তোরই কথা ভাবি।
কখনো কখনো জীবনের প্রয়োজনে,
যাই যদি তোর থেকে দূরে,
আমি তখন তোরই কথাই ভাবি।
আমার নিঃশ্বাস, বিশ্বাস,
তুই যে আমার সবই।
আমি বার বার হেরে যাই
এই সরল বিশ্বাসে,
তোকে জেতাবো বলে।
আমার সার্থকতা সেখানেই
তুই সার্থক হলে।
চাওয়া পাওয়ার এই পৃথিবীতে,
বিসর্জন দিয়ে চলেছি সবই।
যার- পর- নাই সুখী হব আমি,
যেদিন তুই আলোকিত মানুষ হবি।