আমি ক্রমাগত
জীবন থেকে আর একটু দূরে,
চলে আসছি
মৃত্যুর কাছাকাছি।
যদি কখনো -
তোমাদের ঘুম ভেঙ্গে শোন,
কেউই যানেনা
আমি কখন যেন চলে গেছি,
কষ্ট পেয়োনা।
করোনা চিৎকার -চেঁচামিচি,
কিংবা কান্নাকাটি।
সব-ই যেন তখন  মিছেমিছি।
আছি যতদিন -
তোমাদের ভালবাসা, ঘৃনায়-
ভক্তি আর বিরক্তিতে,
প্রত্যাশা আর প্রাপ্তিতে,
কমিয়ে দিওনা
আমার প্রতি তোমাদের ভালবাসা
কিংবা ঘৃনা।
শুধু এটুকুই বলে রাখি,
মৃত্যু পরে-
আমাকে মানুষ -ই ভেবো,
ফিরিশতা বানিয়োনা।