নদীর পাড়ে নাও ভিড়েছে
তালতলায় ভীড় জমেছে,
আয় তোরা ছুটে আয়
নাও সবে চলে যায়!


- ও নাও!
  কোথায় যাও
  আমায় একটু নিয়ে যাও।


- না ভাই তোমারে নয়
  দূরে ওই যেতে হয়।
  জাল দিয়ে মাছ ধরি
  দিন মাস পার করি।
  খেয়াপার নাইরে
  মাছ ধরতে যাইরে।


নানা রকম দ্বন্দ্ব
নদী নালা বন্ধ।