বাংলা সাহিত্যে কেউ-ই রবীন্দ্রনাথকে অস্বীকার করতে পারবে না। রবীন্দ্রনাথের কোন না কোন দিক আমাদের ভাল লাগবেই। বিশাল রবীন্দ্র সাহিত্য যেন অফুরন্ত ভান্ডার। আমাদেরকে বিচার করতে হবে রবীন্দ্রনাথের বাইরে কে প্রিয় কবি বা লেখক? কবিদের মধ্যে জীবনানন্দ দাস, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, ফররুখ আহমদ প্রিয়। আধুনিক কবিদের মধ্যে শামসুর রাহমান, হাসান হাফিজ, আল মাহমুদ সহ অনেকের কবিতাই ভালো লাগে। আসলে প্রিয় বাছাই করাটাই অনেক কঠিন। কখনো কারো কোন একটা লেখা বা বিষয় পছন্দ হলো, বেশ ভালো লাগলো তো অন্যটা তেমন লাগলো না।


বর্তমান প্রেক্ষাপটে কবিতার ক্ষেত্রে এ বাংলার নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব তৈরি হয়েছে, কিন্তু গদ্য সাহিত্যের ক্ষেত্রে এখনো পশ্চিম বাংলার স্পষ্ট শ্রেষ্ঠত্ব রয়েছে। শরৎচন্দ্রের উপন্যাস বরাবরই আমার পছন্দ। এ যুগের সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাহিত্য বেশ ভালই লাগে। সাহিত্যের বিচারে নয়, অনেকটা থ্রিলধর্মী হিসেবে হুমায়ন আহমেদের লেখা বেশ মজা লাগে। জাফর ইকবালের লেখাও খারাপ না। তবে ইমদাদুল হক মিলনের লেখা কখনই আমার ভাল লাগে নি। তাঁর লেখায় গভীরতা কম। কবি সুনীলের চেয়ে, কথাশিল্পী সুনীল আমার বেশি পছন্দ। তবে আল মাহমুদের গদ্য ও কবিতা উভয়ই আমার বেশ পছন্দ। তার গদ্য লেখার স্টাইলটা চমৎকার, ভিন্নধর্মী ও ব্যতিক্রমী। ভাষা শেখার জন্যেও তার সাহিত্য পড়া দরকার।