শব্দ-
অতি ক্ষুদ্র
রূপ নেই, গন্ধ নেই, একটি উচ্চারণ।
হয়তো তুচ্ছ এক নীচুতর ব্যাঞ্জনা-
কত নিরীহ-গোবেচারা
পথে-ঘাটি-হাটে নিয়ত উচ্চারিত
ইচ্ছেমত যেন তেন ব্যবহৃত
অধিন বাধ্য এক পরাভব সত্বা।
কখনো শৃঙ্খলিত
নিষিদ্ধ জনপদে জনপদে
কখনোবা প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত
হারিয়ে যাওয়া বিস্মৃত এক সত্বা।


আবার এটমসম কণিকা সে
মূহুর্তে বিস্ফোরিত হয়,
ঝড় তুলে মাঠে-ময়দানে
অলিতে-গলিতে, পাড়ায়-মহল্লায়
গ্রামে-গঞ্জে, শহরে-নগরে
সব ভেঙ্গে চুরমার করে নিয়ে আসে
মুক্তি..... মহামুক্তি।


শব্দ-
ক্ষুদ্র নয়
স্রোতস্বী নদীর মত সদা প্রবাহিত
সৃষ্টি নন্দন সত্বা এক।
চাষ করে চলে অনবরত
জন্ম দেয় জ্ঞান-বিজ্ঞান
কাব্য-ইতিহাস-দর্শন কত কী!


চলে শব্দের শাসন-
যখন পাখিদের গানে ঘুম ভেঙ্গে যায়
মৃদুমন্দ বাতাস এসে কান জুড়িয়ে দেয়
শব্দ তখন চুপি চুপি হেসে ওঠে-
কোন এক অজ্ঞাত বাণী শুনিয়ে নিঃশ্বাস ফেলে।


পৃথিবী শব্দময়
মহাবিশ্বের এক অকৃত্রিম আকৃতি।


শব্দ এক রূপান্তরিত সময়ের প্রকাশ
কাল মহাকালের সংযোজনী
আত্মার আকুতি
হৃদয়ের কান্না
মায়া মমতা
আনন্দ ভালবাসা
শব্দ
শব্দ
শুধুই শব্দ...।