আকাশে বাঁকা চাঁদ; বাঁকা ঠোঁটের হাসি
উপেক্ষা করে চাঁদ তোমাতে চেয়ে থাকি,
তোমার হাসিতে হাসি চাঁদ লাগে বাসি
তাই তো ও হাসি দিলে বারবার আঁকি,


ঐ ঝর্ণা বহমান নদী অপূর্ব পাখি
তার চেয়ে যৌবনা তুমি; তুমি উর্বশী,
ঐ পাহাড় ঐ তরুলতা জুড়ায় আঁখি
তার চেয়ে বেশি টানে তোমার দেহশ্রী,


তোমায় পেতে আমি নীশিতে ধ্যানে বসি
তোমার মন পেতে দিবসে কাছে আসি,
আমার মিনতি ভালবাসো; ভালবাসি
জীবনে দিবো তোমায় সুখ রাশি রাশি,


দু'জনের চাওয়া এক সুতায় বুনি
প্রেমময় আরাধনা মিটাবেন তিনি।