বুকের ভেতর নিঝুম বৃষ্টি ভিজবি যদি আয়
চৈত্রের খরা যাবে কেটে ভাসবি নতুন আশায়।


বুকের ভেতর নদী আছে সাঁতার কাটবি জলে
দুখের জীবন যাবে ধুয়ে হবি তুই টল মলে।


বুকের ভেতর বিস্তর মাঠ খেলবি যদি চল
ইচ্ছা মত যাবে খেলা হা-ডু-ডু ক্রিকেট ফুটবল।


বুকের ভেতর পাহাড় পর্বত ভরা বৃক্ষ রাজী
ময়না তোতার কথা শুনতে আয় তুই আজই।


বুকের ভেতর ঝর্ণা বহে কল কল তার ধ্বনি
দেখলে দুই নয়ন জুড়াবে অমৃত তার পানি।


বুকের ভেতর ফুল বাগিচা নানা ফুলে ভরা
অঙ্গে জড়াবি রঙ্গ ফুল সুবাসে হবি মাতোয়ারা।


বুকের ভেতর চাঁদ তারা পূর্নিমা টই টুম্বর
রাত্রি জেগে নিভৃতে গাইবি গীত সুরে সুমধুর।


বুকের ভেতর আছে স্বপ্ন আশা আছে ভালবাসা
কাছে এসে নেরে তুই মুঠো মুঠো একেবারে খাসা।


বুকের ভেতর সুখ আছে সুখ যদি চাও এসো
সুখ পাবে সুখ বিলাবে যদি বুকের সাথে মেশো।




ঢাকা
০১.০৫.২০২১