ফিরে আসবে বলে আজও আছি চেয়ে
মন মরা মনে পথ পানে দিন যায় বয়ে।


কভু আসো যদি- এসে নাহি পাও মোরে
সে আশায় আমি পরে থাকি শূণ্য ঘরে।


আশার স্বপ্ন বুনি সব হবে নতুন
ভুল গুলি ফেলে দিয়ে সাঁজাবো জীবন।


গহীন আঁধারে কেউ যদি হেঁটে যায়
মনে হয় এলে বুঝি মনে ধাক্কা খায়।


পথে দীপ তুলে ধরি দেখি ভাল করে
হতাশায় নিভে আলো ভরে অন্ধকারে।


আর কতকাল বল থাকবো একলা
ভাল লাগেনা এ পথ একা একা চলা।


মিনতি করি নতুন স্বপ্নে এসো ফিরে
সুখ দুঃখে জীবন কাটাবো হাত ধরে।