এখন আর আমি মানুষ নই
এখন আমি অন্যকিছু
শ্রাবণের অবিনাম বর্ষনে ভিজতে পারি
দিনের পর দিন।
লেন্সের ফুটো দিয়ে দেখে ফেলতে পারি
ভেতরের ভেতর।
চোখ বন্ধ করে ছুঁয়ে ফেলতে পারি
অমাবস্যায় লুকানো জোৎস্না।
নির্বিঘ্নে সহ্য করতে পারি
চারপাশের অসম্ভবকে।
এখন আর আমি মানুষ নই
তোমাকে হারাবার পর
এখন আমি অন্যকিছু
আমার আগুনে পোড়াই অবিরত আমার পৃথিবি।



                                 শাহীনবাগ, ২৪ মে ২০১৪