বিষদর কাঁটা বিঁধেছিল মোর কোমল মনে
বিষের যন্ত্রণায় কাঁদায় ক্ষণে ক্ষণে!
অনেক যতনে বাঁধিয়া রেখেছি তারে
শুকিয়েছি জৈষ্টের রোদে কষ্টটারে অতি আদরে।


হইবে'না ক্ষয়, নেই কুনো-ভয় মাটির পিঞ্জরে
            মরিচিকার কি ভয়?
উল্লাস খুঁজেছি মূর্তীর তরে, সে তো যেমন আছে
              তেমন-ই রয়।
তুমুল প্রেম বর্ষে ধরণীর তরে, শুধু আমার জীবনে
                হয় নয়'ছয়!
শতভাগ নয়!যদি স্বপ্ন একভাগ ও পূরণ হয়, তব
           ছিলো নাকো কুনো ক্ষয়!


আশার প্রদীপ দিয়েযায় হাতছানি,
নগ্ন জীবন! কেন তোরে তবু এত কাছে টানি?
লক্ষী! লক্ষী! করি ভজনা, বিষাদের পেয়ালা বুঝি
           আমার ঠিকানা!
তব গাহি গুণগান  তব অপমান, ললাটের লিখন
            বুজি বৃথা যাবেনা।


করি সাধনা খুঁজি সুখের ঠিকানা , বিষদর কাঁটা দেয়
             শুধু  যাতনা!
ভাবি অকারণ কেন এ জীবন  সাজাতে আমি
              পারিনা!
ছলনার পথিক বুঝিবি ফুরালে ক্ষণ, কে ছিলো তর
                আপণ!
শুকনো ক্লেশে যেদিন ধরিবে পচন, সেদিন শান্ত হবে
              এ ভূবন!!