কে দিলো রে ঐ হাতে হাত
দেহ মন করলো এক-সাথ!
এক কে করে দুই ভাগ
আবার দুইকে করল এক-সাথ!
দুটি দেহে দুটি প্রাণ,
মন দিলো এক সমান।
ভালোবাসার পিঞ্জরেতে
বন্দী করলেন  এক সাথে,
রাব্বুল আল-আমিন ।
অন্তর দুটি সিক্ত করে
দিলেন খোদায় প্রেমে ভরে,
জীবন গেল মরণ হলো
তবু প্রেম রয়ে গেল,
ইহকাল  পরকালে
যদি এমন সঙ্গী  মিলে,
মোরা ধন্য তবে ধন্য,
যে দিল ঐ হাতে হাত
আমরা সবাই তাহার দাস্বত্তের'ই জাত,
তিনি রাব্বুল আল-আমিন।।