দাঁড়িয়ে আছি মধ্য পথে
দু'পাশে শত'শত জানবাহন
মাঝ পথে ছোট্ট একটি ঝাউগাছ  আর
আমি দিশেহারা পথিক।
বাতাসে ছিল ঝড়ের আভাস
ঝাউগাছ থর'থর ভীরুকাতর,
পথিক অতিথি তাই শহর অচেনা।
কোথায় কবে ফেলে আশা সেই গ্রাম্য পথ
ভূলেগেছে, তাই ফিরতে ও পারছেনা।
রাতের আঁধারে বসে ভাবে একা
এই'ত ভোরের রবি এই'ত,,,,
আসবে উজ্জ্বল আলো লয়ে।
ভাবনার ক্লান্ত আশা
বয়ে যায় পদতলে,
ভোরের রবি আসেনি
আকাশ কালো মেঘে ঢাকাছিল বলে।
বৃষ্টি আর অশ্রু মিশে হলো একাকার
দিশেহারা পথিক পথ খোঁজে পাবে'কি?
গন্তব্যে পৌঁছার।।