আযানের  ধ্বনি শুনে মনে জাগে  শিহরণ,
জন্মিতে হইল আজান, ছিলো বাকি নামাজের আয়োজন !


জন্মের আজান যেদিন  দিয়েছিল লোকে,
আনন্দে মাতোয়ারা সবাই মোর আগমনের সুখে।


কি করিতে এসেছিলাম  কি করে যায় বেলা,
কবে জানি এসেযায়  শেষ নামাজের বেলা, তব কাজ তব হেলা।


দিনে দিনে গত হয় কাল, চাওয়া পাওয়া তবু থাকে  বেসামাল।
কোথা হতে এসেছি কোথায় যাবো চলে, ছিন্ন  হবে সব বাঁধন সব মায়াজাল।


করেছো ভুরি-ভুরি দুনিয়ার পূজি , সঙ্গে যাবে কি ?  এক কানাকড়ি!
ওপারের পূজি নীরবে খুঁজি শূন্য দেখি দুনিয়াদারি।


গরিবী,  আমীরি  ভ্যাশ একদিন সব হবে শেষ!
গন্তব্য সবার হবে একি-দেশ  মাটির তলদেশ।


জীবন শেষের নামাজ লোকে পড়িবে যবে
আযানের প্রয়োজন আর হবেনা তবে!


আজান আর নামাজের ফাঁকে থাকে যে ক্ষণ
জন্ম আর মৃত্যুর মাঝখানে এই-ত জীবন।


মরিলে হয়না শেষ মানব জীবন
কবর দেশে থাকিবে তুমি জিন্দা আজীবন।


করেছো যাহা সঞ্চয় জীবনের তরে
তাহার-ই  প্রতিদান পাইবে সেই ছোট্ট ঘরে!


আযানের ধ্বনি শুনে মনে জাগে শিহরণ
আজান আর নামাজের মধ্যখানে এই-ত মোর জীবন!!!