কি জাল বিছায়েছ'  সমাজপতি নেতা তুমি জাতির ভবিষ্যৎ!
স্বার্থের তরে করছো খেলা তোমার মতলব বড়-ই অসৎ।  


রাজনীতি! বাহঃ দিয়েছো নাম ভারী!
নীতির চাদর গলায় ঝুলাও দুঃখী’র ধন কাঁড়ি।


নীতির চিহ্ন পাইনা খোঁজে দূর্নীতিতে ঠাঁসা
চাঁদাবাজি জমি দখল এটাই কি তোমার নেশা?


অন্ধ যে আজ সমাজের কর্তা বিচার ভুলে গেছেন
আষাঢ় মাসের কাঁদা-জলে  পা জমিয়ে হাঁটেন।


আর কতকাল চলবে বলো এমন হানাহানি
ভাই'এর সাথে ধরাও ভাই'এর বিবাধ, নেতা তুমি গুণী!


অসৎ পথে করছো কামাই চড়ছো দামি গাড়ি,
বাহির দেশে টাকা জমাও জনতার হক কাড়ি।


নেতা তোমার বুলি মধুর খাঁটি মধুমাখা
অন্তরেতে বিষের পেয়ালা যায়না কব দেখা!


মঞ্চে তোমার ভাষণ শুনে জাগে রক্তে শিহরণ
জীবন দিতেও ভয় করেনা  সরল জনগণ!


কত খাঁচা করছো খালি স্বার্থে আঘাত হলে
একদিন ধরা পড়তে হবে কবর দেশে গেলে!


জন্ম নিলে হয় মরিতে আছে সবার জানা
একটু ভাবুন পরকালে যাবে কি কড়ি আনা???!!!