হে মানবী, স্পষ্ট অস্পষ্ট সুখ দুঃখের ভাগ দিয়েছো যাকে  
তা'কি ভেবে দেখেছো! সে তোমার কেমন ভাগিদার হবে?
যৌবনের নাকি আ'জীবনের,
নাকি প্রেম পবিত্র জেনেই নাম দিয়েছ খাতায়!
জীবন আয়নায় নিজেকে নয়, দেখ বাস্তব চিত্র টাকে ভাগীদার কোথায়?
সৃষ্টি হলো শ্রেষ্ঠ, প্রেম অস্পষ্ট, তবু ধ্বংস হও অস্পষ্টতায় তুমি মানবী শ্রেষ্ঠ!
মুহাব্বাত নয়,এ তোএক নেশা থাকে তা'তে  তৃষ্ণার্তদের আশা,
প্রেমকে চিনতে প্রেমিক লাগে নয়তো ধ্বংসের পাঁশা।
হে মানবী, আবেগী নয় বাস্তবমুখী হও
ফ্যাশনে নয় কর্মে মর্মে জীবন সঙ্গী চিনিয়া লও।।