প্রিয়ে কেমন আছো তুমি?
হেমন্তের পাখিডাকা ভোরে
শ্যামলের শিঁশিঁর'কনার আদর
শান্ত হিমেল হাওয়ার স্নিগ্ধ পরশ লয়ে
কেমন আছো!


আজও নিশীতের আঁধারে
জোনাকির আলোয়
বিঝলি চমকায় মনে,
দেহ নিস্তব্ধ!
যেন পাথরের বৃথা চিৎকার।


গিরি-সংকট ছিল জানি,
তবুও তোমার জানাছিলো  
সাগরের বিশালতা !
প্রান্ত হতে প্রান্তে যেতে
জীবন ফুরিয়ে যেত।


জোনাকির ডানায়
নিজেকে জড়িয়ে
দিগন্তের সীমারেখা
অতিক্রম করে নিজেকে হারিয়ে
খুঁজেছি তোমায়!


তুমি আমি,এ’কি আকাশের নিছে
তবুও রংধনু যেন
তোমার সীমারেখায় ভিড় করে,
আমার সীমানায় ঘন আঁধারের  
এক ঝাপসা মেঘ'মালা।


যদিও কখনো দেখা হয়
অজানা ক্ষণের নির্মম বেলা সংকটে,
শুধাইবার সাহস টুকু দিও
কেমনে আছো তুমি!
প্রিয়ে খুব জানতে ইচ্ছে করে।।


  9-10-2018, shamim