আষাঢ়ের গর্জন  বাজে কানে
লোকালয় কোলাহল সবই মিছে পিছু টানে,
সন্দেহ জাগে মনে গন্তব্যে পৌঁছাতে পারব কি?
দয়াময় তোমার কৃপা গুনে।


দিবস রজনী যায় হেলায় হেলায়
কবে জানি এসে যাই জীবনের শেষ বেলায়,
আষাঢ়ের গর্জন বাজে কানে
ভয়ে কাপে ভীরু মন সঙ্গোপনে।


দয়া’ময় করো দয়া নিদান কালে
ঘন আঁধার কেয়ামত মনে’হয় সন্নিকটে,
সাহায্যে’র উর্ধে যদি পেতে চাও কোনো সম্মান
দ্বিনের পথে চলতে সাহায্য করো হে যত মুসলমান।


আজই সময় আছে চক্ষু খোলো দুনিয়া নয়তো স্হায়ি
শয়তানের ইবাদত ভুলো,
মানুষ মোরা বিবেক বুদ্ধি দিয়েছেন খোদা সব-ই
সময় থাকতে করো, করো ওপারের পূজী।  


কিয়ামত দিবস শুরু হবে যবে
তওবা কি আর কবুল হবে-রে  মন তবে?
কোরআন হাদিস গাঁথ মনে, কিয়ামত নয়তো গল্পকথা
যানে সব মুসলমানে।


আষাঢ়ের গর্জন বাজে কানে
মুসলমান  হুঁশিয়ার  দাজ্জালের  ভয়াবহ সেই দিনে।।