সেদিন প্রেসক্লাবে প্লাকার্ড হাতে মায়েদের জাত
অনিশ্চিত নিখোঁজ সেই কতোদিন আগে
পিতা, স্বামী, সন্তান কিংবা ভাইয়ের জন্য আর্তনাদ
বক্ষে বিঁধে আছে বিষমাখা যন্ত্রণার তীর
মলিন মুখে অপেক্ষারত শিশু
স্বজনের চোখে অসহায় সকরুণ আকুতি
বাবাদের ফিরিয়ে দাও, হারানোকে ফিরিয়ে দাও
বাবার হাত ধরে হাঁটতে চাই, ঘুরতে চাই
নাহলে আমাদেরকেও গুম করো !
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে সভা … !


অনুর্বর কোষে ঢেকে গেছে অন্তর
চৈতন্যের উর্বর মাটি প্রায় নিঃশেষ
ছদ্মবেশী রাক্ষুসীর মুখে তপস্বীর ছল
একটা একটা ধরে
সুকৌশলে ঢুকিয়ে নেয় সুরক্ষিত অন্দর-কুঠরিতে
অতঃপর আপন খেয়ালে চলে মৌজ-মাস্তি ।


পাপের ষোলকলা পূর্ণতায়
ধীরে ধীরে সুরক্ষার দেয়ালে বেখেয়ালে সৃষ্টি হয়
প্রায় অদৃশ্যমান অসংখ্য সুক্ষ্ম ছিদ্র
ধৈর্যশীলা বেহুলা এবার সর্পরাজের পক্ষ নিয়েছে ।


ফিরোজ, মগবাজার, ৩১/০৮/২০১৮